চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি আসনের দু’বারের সাবেক এমপি এবং রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর তিন দফা নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    প্রথম নামাজে জানাজা সোমবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ চট্টগ্রামের রাজনৈতিক ও বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বেলা ২টায় ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি’র প্রথম এমপি বীর মুক্তিযোদ্ধা মীর্জা আবু মনসুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. সালাম, ফটিকছড়ি’র সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আ’লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, তাঁর ছোট ছেলে হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব।

    পরে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) দেয়া হয় এবং তাঁর কফিনে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য প্রদান করেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমান। একই সাথে জাতীয় সংসদের পক্ষে ফটিকছড়ি সংসদীয় আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পুষ্পার্ঘ অর্পণ করেন।

    বিকেল ৫টায় তাঁর নিজ গ্রাম ফটিকছড়ি’র লেলাং ইউনিয়নের গোপালঘাটা মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    এর আগে গত ২৭ জানুয়ারী রবিবার সকাল সোয়া ৫টায় চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ গুণগ্রাহী রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    বিএম/রাজীব…