প্যাপিরাসে লেখা কুরআন প্রদর্শিত

    আলজেরিয়ায় প্যাপিরাসে লেখা কুরআন প্রদর্শিত

    আলজেরিয়ায় একটি উৎসবে প্যাপিরাসে লেখা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের একটি পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে।

    সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত খেনচেলা প্রদেশের আল-জাওয়া নামের একটি গ্রামে অনুষ্ঠিত ‘নুর’নামের এই উৎসবে পাণ্ডুলিপিটি উপস্থাপন করা হয়।

    শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে আলজেরিয়ার সংবাদপত্র ‘এল-মাসা’র বরাত দিয়ে এই তথ্য জানায় আফ্রিকাজিন নামের একটি গণমাধ্যম।

    পাণ্ডুলিপিটির মালিকের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, এটি প্রায় এক হাজার বছরের পুরনো কুরআন। প্রজন্মের পর প্রজন্ম তার পরিবার এই কুরআন সংরক্ষণ করেছে।