বন্য হাতির আক্রমনে দিনমজুরের মৃত্যু

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের.পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ২নং ওয়ার্ড সেন পাড়ার এলাকার দিলিপ দে (৫০) হাতির আক্রমনে নিহত হয়েছে।

    আজ মঙ্গলবার বিকাল ৪টার সময় রাঙ্গুনিয়া পদুয়া এলাকা থেকে পাহাড়ের ভিতর দিয়ে কেলিশহর আসার পথে বন্য হাতির আক্রমনে নিহত হয়।

    নিহত দিলিপ দে, সেন পাড়া এলাকার মৃত রাখাল দের ছেলে। নিহতের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

    স্থানীয় পার্থ কুমার মহাজন জানান, দিলিপ গত ৩ মাস যাবৎ রাঙ্গুনিয়া পদুয়া এলাকার দিমজুরের কাজের পাশাপাশি কিছু হরিণ এবং শুকুর শিকারীর সাথে রাঙ্গুনিয়া পদুয়া পাহাড়ে বসবাস করে আসছেন

    প্রায় সময় তাদের সাথে হরিন শিকার করে কেলিশহর এবং রাঙ্গুনিয়া গহীন পাহাড়ে বিক্রী করে আসছিল। আজ বিকালে অন্য শিকারি সহ তারা হরিণ শিকার করতে আসলে দিলিপ তার বাড়ী কেলিশহর এলাকায় আসবে বলে তাদের থেকে কিছু পথ অতিক্রম করার পর হঠাৎ হাতির চিৎকার শুনতে পায় অন্য শিকারীরা

    পরে তারা কিছুদুর গিয়ে দেখতে পায় দিলিপ কে হাতি ছোড়াতা দিয়ে মেরে থেতলে করে ছুড়েঁ ফেলে দেই। শিকারীরা দিলিপের বাড়ীতে ফোন করে মৃত্যুার সংবাদ জানায়।

    এলাকাবাসী জানায় আজ রাত ঘনিয়ে আসায় আগামীকাল সকালে গিয়ে গহীন পাহাড় থেকে লাশটি উদ্ধার করে বাড়ীতে আনা হবে।

    বিএম/সঞ্জয়/রাজীব..