সাংবাদিক হাউজিং সোসাইটির জটিলতা নিরসনে মেয়রের আশ্বাস

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম সাংবাদিক কো- অপারেটিভ হাউজিং সোসাইটির জমি নিয়ে চলমান আইনি জটিলতা নিরসনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

    তিনি আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম সাংবাদিক কো -অপারেটিভ হাউজিং সোসাইটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র আলহ্জ্বা আ.জ. নাছির উদ্দীন এ প্রতিষ্ঠানের সভাপতি।

    মেয়র বলেন, আইনি জটিলতার কারণে সাংবাদিকদের আবাসন বাস্তবায়নে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই জটিলতার প্রায় ৮০ শতাংশ নিরসন হয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে।

    অনুষ্ঠানে সিটি মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চট্টগ্রাম সাংবাদিক কো- অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে ও সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী , যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক নেতা অঞ্জন কুমার সেন ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সহ-সভাপতি সমীর বড়ুয়া, দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

    বিএম/রাজীব..