হাসপাতালকে দালালমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি মেয়রের আহবান

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, হতদরিদ্র ও মধ্যবিত্তরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। তারা যেন দালালের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানান।

    মেয়র বলেন যে কোন মূল্যে এ হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে তিনি পুলিশ,আনসার,সিসি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত রাউন্ড দিয়ে দালাল নিয়ন্ত্রনে রাখার কথা উল্লেখ করেন। মেয়র হাসপাতালের সুশাসন ও শৃংখলা প্রতিষ্ঠা এবং রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেন ।

    আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে চমেক ব্যবস্থাপনা কমিটির ৩য় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

    সভায় মেডিকেল স্টাফ কোয়াটার গোয়াছি বাগান,লিচু বাগান ও মসজিদ কলোনীর কাঁচা ঘরের বিদ্যুৎ এর কথা উল্লেখ করে তিনি বলেন যেহেতু বিদ্যুতের এক্সপ্রেস লাইন হাসপাতালের মত বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংযোগ দেয়া হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত লাইন ডোমিস্টিক সার্ভিসে দেয়া যুক্তিসঙ্গত নয় । এ ক্ষেত্রে তিনি পিডিবি থেকে ব্যক্তিপর্য্যায়ে মিটার কিনে যথাযথ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন।

    মেডিকেল কলেজ হাসপাতালের ট্রাফিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন চমেকে দৈনিক ২৫-৩০ হাজার রোগী ও স্বজনের আগমণ ঘটে। সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপন না থাকায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এ ট্রাফিক জ্যাম উত্তরনে গাড়ী পার্কিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সময় নির্ধারণ, দর্শনার্থী প্রবেশের সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণের করতে হবে।

    সভায় মেয়র চসিক এর উদ্যোগে হাসপাতালের ৩টি গেইট এর সামনের রাস্তা সংস্কার সহ হাসপাতালের সকল টয়লেট সমূহ আধুনিকায়নের ঘোষনা দেন। মেয়র বলেন এ মেডিকেল কলেজে অনেক সমস্যা রয়েছে যা প্রতিনিয়ত শেয়ার করলে তাৎক্ষণিক সমাধান হয়।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ এর সঞ্চালনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, বিএমএ’র সভাপতি ডা. মজিবুল হক খান, সাধারন সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি মো. কলিম সরওয়ার, পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম পুলিশ কমিশনারের পক্ষে এডিসি নর্থ, পিডব্লিউডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলী, জেলা সমাজ সেবা কার্যালয় এর উপ পরিচালক মো. শহিদুল ইসলাম, চমেক সেবা তত্ত্বাবধায়ক শিপ্রা চৌধুরী, প্রাইভেট প্রাকটিশনারস’র সভাপতি ডা. শেখ সফিউল আজম, চমেক আবাসিক সার্জন ডা. মঈন উদ্দিন মাহমুদ, নার্সিং এসোসিশনের সভাপতি রতন কুমার নাথ,২য় শ্রেণী প্রতিনিধি প্রণব কুমার হাওলাদার, চমেক হাসপাতালের ৩য় শ্রেনী মেডিকেল সরকারি কর্মচারি সমিতির সভাপতি মো. সাদেকুর রহমান চৌধুরী ও ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির সভাপতি রত্তন আলী প্রমূখ বক্তব্য রাখেন।

    বিএম/রাজীব…