আম বয়ানের মাধ্যমে সা’দ পন্থীদের ইজতেমা শুরু

    বিএম ডেস্ক : ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লীর তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী’র অনুসারিরা অংশ নিচ্ছেন এই পর্বে।

    এদিকে, শনিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই লাখো মানুষের ঢল নামে ইজতেমার ময়দানে। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। মাঠ ছাড়িয়ে রাস্তাঘাট বাড়ির ছাদ, যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন মোনাজাতে অংশ নিতে।

    সকাল পৌনে ১১টায় শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন, কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যুবায়ের আহমদ। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় দেশ বিদেশের লাখো মুসল্লি আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করেন।

    ক্ষমা প্রার্থনা করে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কামনা করেন মুসল্লিরা।

    মোনাজাত শেষে ম্ওালানা যুবায়ের পন্থিরা ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন। মধ্যরাতের আগেই টঙ্গীর মাঠ খালি করে দেন তারা। শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

    বিএম/রনী/রাজীব