চট্টগ্রামে বিমান ছিনতাই : পাইলটসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে-আইজিপি

    চট্টগ্রাম মেইল : উড়োজাহাজ ছিনতাইচেষ্টার রহস্য উদঘাটনে পাইলট, ক্রু ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

    বৃহস্পতিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

    তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট ময়ুরপঙ্খী ছিনতাই চেষ্টার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্ত টিম এ ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

    তাছাড়া মামলার অগ্রগতি নিয়েও গণমাধ্যমকর্মীদের নিয়মিত ব্রিফ করছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান। এখন আদালতের আদেশ নিয়ে আলমতগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এ রিপোর্ট সম্পর্কে ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মীকের কাছে তুলে ধরবেন।

    আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত দ্রুতত শেষ করার নির্দেশ দেন।

    গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সেটি জরুরি অবতরণ করান। ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী দুবাইগামী ফ্লাইট ময়ুরপঙ্খী উড্ডয়নের পরপরই ছিনতাইকারীর কবলে পড়ে।

    পরে রানওয়েতে অবস্থান ফ্লাইটটিকে ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। অবস্থা বেগতিক দেখে কমান্ডো অভিযান পরিচালিত হয়। ৮ মিনিটের এ অভিযানে নিহত হন ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ। পলাশ আহমেদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে।

    এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি নগরের পতেঙ্গা থানায় পলাশ আহমেদ ও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার। এ মামলা তদন্তের দায়িত্ব পান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। সংগ্রহ করা হয় ওই যুবকের হাতে থাকা খেলনা পিস্তলসহ বিভিন্ন আলামত।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি কুসুম দেওয়ানসহ চট্টগ্রাম পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    বিএম/রাজীব সেন…