এক পাঙ্গাসের দাম ১৯হাজার টাকা

    বিএম ডেস্ক : বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে বিশাল বড় একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।

    মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, শনিবার ভোর রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। জাল টানার পর অন্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-এ বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০টাকা কেজি দরে ১৮হাজার ৬৫৫টাকায় বিক্রি হয়েছে।

    শরণখোলার মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোরে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শেরেবাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

    স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে মিলে এটি কিনে নেন।

    এত বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলে ওই মৎস্য ব্যবসায়ী জানান।

    ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।