জিদান ফিরে আসার ম্যাচে রিয়ালের জয়

    বিএম ডেস্ক : ১০ মাস পর আবারো রিয়াল মাদ্রিদের ডাগ আউটে জিনেদিন জিদান। আর তাতেই ৪ ম্যাচ পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ।

    শনিবার (১৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া রিয়াল যেন জিদানের প্রত্যাবর্তনকে দারুণভাবেই উদযাপন করলো।

    প্রথমার্ধ থেকেই স্বাগতিকরা ছন্দে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ১৬ মিনিটে উল্টো তারা গোল হজম করতে বসেছিল। ম্যাক্সি গোমেজের দেয়া হেড দারুণভাবে সেভ করে রিয়ালের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক নাভাস।

    ৩০ মিনিটে গ্যারেথ বেলের নেয়া কিক ক্রসবারে লেগে ফিরে না আসলে তখনই এগিয়ে যেতে পারতো রিয়াল।

    বিরতির পর ৫৫ মিনিটের মাথায় লুকা মড্রিচ জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু রাফায়েল ভারানে অফসাইডে থাকায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন। ম্যাচে গোল না পেয়ে হতাশ হতে থাকা রিয়াল সমর্থকরা আনন্দে ভাসেন ৬২ মিনিটের মাথায়। করিম বেনজেমার পাসে বল পেয়ে ছুটে গিয়ে ডান পায়ের শটে গোল করেন ইস্কো।

    ৭৭ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। মার্সেলোর পাসে বল পেয়ে প্লেসিং শটে তিনি লক্ষ্যভেদ করেন।

    লা লিগার আরেক ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে হেরে ধাক্কা খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

    প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও ম্যাচের ৭৩ মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় স্বাগতিকরা। পোড়ে ৮৫ মিনিটে কেনান কড্রোর গোল করলে বিলবাওয়ের বিপক্ষে দুই গোলে হেরে মাঠ ছাড়ে সিমিওনের দল।

    আরেক ম্যাচে আলাভেসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে হুয়েস্কা। লেগানেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জিরোনা।

    এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

    বিএম/রনী/রাজীব