তরুণরাই দেশের ভবিষ্যত, রাষ্ট্রের আগামীর মালিকানা তরুণদের হাতে -শাহাদাত

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, তরুণরাই এদেশের ভবিষ্যত। তাদের হাতেই এই রাষ্ট্রের আগামীর মালিকানা। তরুণরা চাইলে এই সমাজকে পাল্টে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। সকল সামাজিক আন্দোলনে তাদের ভূমিকা অগ্রগন্য। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফর লাইফ” এর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রবিবার সকালে নগরীর পাহাড়তলীস্থ একটি কমিউনিটি সেন্টারে মহা সাড়াম্বরে অনু্িষ্ঠত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ১৯৫২ থেকে ১৯৭১ ও ৯০ এর স্বৈরাচার বিরোধীসহ সকল আন্দোলন সংগ্রামে তরুণ সমাজের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। এরা অন্যায়ের কাছে মাথানত করেনা কখনো। তাই সমাজ ও রাষ্ট্রের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ সমাজকেই রুখে দাঁড়াতে হবে। এজন্য সুশিক্ষিত ও স্বশিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই।

    সংগঠনের সভাপতি সুহাইল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শামসুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, চকবাজার থানা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন, মহানগর ছাত্রদলের অন্যতম নেতা সৌরভ প্রিয় পাল, পাথরঘাটা ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।

    এছাড়া জহির চৌধুরী, আদিল, হাবিবুর রহমান, মোঃ কাইয়ুম, অয়ন, আনিকা, লিজা, মুক্তা, সুবর্ণা, রিয়াদসহ উক্ত সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

    বিএম/রাজীব…