দ্বিতীয় দিন শেষে ২১৭ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড

    বিএম ডেস্ক : ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ের পর রাভাল ও লাথামের জোড়া সেঞ্চুরিতে হ্যামিলটন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। ২য় দিনশেষে স্বাগতিকদের লিড ২১৭ রানের। ৪ উইকেটে ৪৫১ রান তুলে দিন শেষ করেছে তারা।

    কেইন উইলিয়ামসন ৯৩ ও নেইল ওয়াগনার ১ রানে অপরাজিত আছেন। ২য় দিনে ল্যাথাম-রাভালের দাপুটে শুরু। ২৫৪ রানে ব্ল্যাকক্যাপদের রেকর্ড জুটি ভাঙেন মাহমুদুল্লাহ। ১৩২ রানে ফেরান জিত রাভালকে। পরে ল্যাথাম ১৬১ রানে সৌম্যের শিকার হন। রস টেইলরও থিতু হতে পারেননি। তাকে ফিরিয়ে জোড়া পূর্ণ করেন সৌম্য।

    হেনরি নিকোলসকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। নিকোলসকে ৫৩ রানে ফেরান মিরাজ। এর আগে, প্রথম দিন তামিমের সেঞ্চুরিতে টপ অর্ডারে ভাল শুরু পায় বাংলাদেশ। কিন্তু দলের আর কোনো ব্যাটসম্যানই ত্রিশের কোটা পেরোতে না পারায় মলিন স্কোরবোর্ড টাইগারদের। অলআউট হয় মাত্র ২৩৪ রানে।

    সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

    বাংলাদেশ প্রথম ইনিংস- ২৩৪ (৫৯.২ ওভার)
    তামিম ১২৬, লিটন ২৯, সাদমান ২৪
    ওয়াগনার ৪৭/৫, সাউদি ৭৬/৩

    নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৫১/৪ (১১৮ ওভার)
    লাথাম ১৬১, রাভাল ১৩২, উইলিয়ামসন ৯৩*, নিকলস ৫৩

    সৌম্য ৫৭/২, রিয়াদ ৩/১, মিরাজ ১৪৯/১

    নিউজিল্যান্ড ২১৭ রানে এগিয়ে।

    বিএম/রনী/রাজীব