রোহিঙ্গাদের সমস্যা হলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে না

    বিএম ডেস্ক : রোহিঙ্গারা যদি না চায় তাহলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। বলেছেন, আসছে বর্ষা মৌসুমে তাদের সম্ভাব্য দুর্ভোগের কথা চিন্তা করে মিয়ানমার থেকে বিতাড়িত টেকনাফে অবস্থান করা রোহিঙ্গাদের কিছুসংখ্যক ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা ছিল। এ ব্যাপারে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তারাও বলেছে, তাদের ইচ্ছা অনুযায়ী স্থানান্তর করা যেতে পারে।

    বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত ‘ব্লু বক্সের’ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিন।

    ড. মোমেন বলেন, এর মাধ্যমে বিশেষ পদ্ধতিতে বিশ্বের ৭৮টি বাংলাদেশি মিশনে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যাবে।

    বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে তৎপরতা চলছে। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সম্পর্কের অবনতির কোনো বিষয় নেই।

    বিএম/রনী/রাজীব