ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্য পদে নুরের বিরোধীতা

    বিএম ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন বিতর্কিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। শনিবার (২৩ মার্চ) ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে ভিপি নুর সাংবাদিকদের এ কথা জানান।

    অন্যদিকে, কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবনা সম্মিলিতভাবে উত্থাপিত হয়েছে। একমাত্র নুর ছাড়া সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ সমর্থন করেছেন বলে জানিয়েছেন জিএস গোলাম রাব্বানী।

    এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব নেয় নবনির্বাচিত কমিটি। এরই মধ্যে দীর্ঘ ২৮ বছর পর কার্যকর হলো ডাকসু। ডাকসু’র ভিপি, জিএস সহ মোট ২৫টি পদে নবনির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে অবস্থিত ডাকসু ভবনে উপস্থিত হন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

    বিএম/রনী/রাজীব