আঁরার চাটগাঁর আলোকচিত্র প্রদর্শনী ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস ২৯ এপ্রিল

    আঁরার চাটগাঁর আলোকচিত্র প্রদর্শনী ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস ২৯ এপ্রিল

    চট্টগ্রাম মেইল : ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ২৮ তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোকটিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সামাজিক স্যোশাল অ্যক্টিভিটিস গ্রুপ “আঁরার চাটগাঁ”

    আগামী ২৯ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটা থেকে টিআইসিতে “ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস” শিরোনামে প্রদর্শীত হবে এ আলোকচিত্র। তাছাড়া থাকছে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচক থাকবেন কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাস। অতিথি থাকবেন গ্রুপের অন্যতম অ্যডমিন শিল্পী গীতিকার, জলবায়ূ গবেষক ও নগর পরিকল্পনাবিদ ড. আবদুল্লাহ আল মামুন, অ্যডমিন অধ্যাপক আলেক্স আলীম, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।

    অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীন মতামত প্রদানের জন্য “আঁরার চাটগাঁ”র সকল সদস্যদের আগামী ২৯ এপ্রিল টিআইসিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গ্রুপের অ্যডমিন শাহরিয়ার খালেদ।

    বিএম/রাজীব সেন..