চউকের নতুন চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ।

    বুধবার (৩ এপ্রিল) দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের দফতরে গিয়ে জহিরুল আলম দোভাষ নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

    দায়িত্বশীল কোন সূত্র এখনো বিষয়টি নিশ্চিত না করলেও বুধবার দুপুরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম জহিরুল ইসলামকে নিয়োগপত্র হস্তান্তর করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মােধ্যমে ভাইরাল হয়। এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্ট্যটাসের ঝড় উঠে।

    একটি সূত্র জানিয়েছে আগামী ৫ এপ্রিল বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালামের মেয়াদ শেষ হবে। চসিকের সাবেক কাউন্সিলর এম জহিরুল আলম দোভাষের নিয়োগের তথ্যটি সত্যি হলে তিনি আগামী রবিবার সরকারি কার্য দিবসের খোলার দিন রোববার নতুন সিডিএ চেয়ারম্যান পদে যোগ দেবেন।

    জহিরুল আলম দোভাষ টানা চারবার (১৯৯৪-২০১৫)

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

    প্রসঙ্গত, ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএ চেয়ারম্যান পদে আসেন ব্যবসায়ী নেতা আবদুচ সালাম।

    সেই থেকে পাঁচ মেয়াদে টানা ১০ বছর তিনি এই পদে ছিলেন। আবদুচ সালাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    বিএম/রাজীব সেন..