দশম স্প্যানের মাধ্যমে দেড় কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

    বিএম ডেস্ক : পদ্মা সেতুতে বসানো হয়েছে দশম স্প্যান এতে দৃশ্যমান হলো সেতুর দেড় কিলোমিটার এলাকা।

    বুধবার সকাল ৮ টা ৩২ মিনিটে ভাসমান ক্রেন “তিয়ান ই” দশম স্প্যানটি নিয়ে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের দিকে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি গন্তব্যে পৌঁছায়।

    আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় পৌঁছানোর পরই স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়।

    দুপুর পৌণে ১টার দিকে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এনিয়ে পদ্মা সেতুর মোট ১ হাজার ৫০০ মিটার বা দেড় কিলোমিটার দৃশ্যমান হলো। নবম স্প্যান বসানোর ১৯ দিনের মাথায় বসলো দশম স্প্যানটি।

    পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিকে ১১ তম স্প্যান বসতে যাচ্ছে ২০ এপ্রিল জাজিরায় ৩৪ ও ৩৩ নম্বর খুঁটিতে। ‘৬সি’ নম্বর স্প্যানটি বসানোর পরিকল্পনাও এখন চূড়ান্ত। ৩৪ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম (স্প্যান ঝুলিয়ে রাখার যন্ত্র) বসানো হচ্ছে এখন। পদ্মা মূল সেতুর ২৯৪টি পাইলে থাকবে মোট ৪২টি খুঁটি। যার মধ্যে নদীর মধ্যে ২৬২ টি পাইল। মূল সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে ইতোমধ্যে ২৪৭ টি পাইলের কাজ শেষ হয়েছে। এসব খুঁটির ওপরে ৪১টি স্প্যান বসানো হবে। ইতোমধ্যেই ৯টি স্প্যান বসে গেছে। ৪২টি খুঁটির মধ্যে ২২টি খুঁটির নির্মাণ পুরোপুরি হয়ে গেছে। আগামী জুন মাসের মধ্যে আরও ১০টি খুঁটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    বিএম/রনী/রাজীব