নুসরাত হত্যা ও ইসলাম ধর্মের অবমাননার প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ

    আ ন ম হাসান: শিক্ষক নামের অমানুষ সিরাজুদ্দোল্লাহর পরোক্ষ ইন্ধনে নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও সমসাময়িক সময়ে তথাকথিত সেলিব্রেটিদের মুহুর্মুহু মহানবী (সাঃ), ইসলাম ধর্মের অবমাননা,ও পবিত্র কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে মহেশখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মার নামায শেষে ছাত্র জনতার সংগঠন মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা সিকদার পাড়া লায়ন ইউনিটের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

    জুম্মার নামায শেষে পৌরসভাস্থ গোরকঘাটা সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ হতে শতশত মুসল্লীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল মহেশখালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, চৌ-রাস্তার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় ৷

    উক্ত প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন , অনতিবিলম্বে মেধাবী ছাত্রী নুসরাত হত্যাকারী সহ তথাকথিত সেলিব্রেটিদের ইসলাম ধর্ম অবমাননা করে যে দাম্ভিকতা প্রদর্শন করেছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের আহবান জানান ৷

    পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক প্রভাষক শাহ নেওয়াজ কামাল,আল জামেয়া আরবিয়া ইসলামীয়া (গোরকঘাটা) মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দীন, ব্যাবসায়ী মাওলানা আবু ছালেহ, মহেশখালী রিপোর্টাস ইউনিটির যুগ্ম আহবায়ক আ ন ম হাসান, ছাত্রনেতা মিজানুর রহমান, ছাত্রনেতা হাসান মোর্শেদ, শাহারিয়ার মোহাম্মদ ইয়ামীন প্রমুখ ৷

    প্রতিবাদ সমাবেশ শেষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ জামিরুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করা হয় ৷

    বিএম/হাসান/রনী/রাজীব