নুসরাত হত্যা: সেই মাদ্রাসা পরিচালনা কমিটি বাতিল

    বিএম ডেস্ক : ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকাণ্ডে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠায় সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বাতিল (বিলুপ্ত) ঘোষণা করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (ঢাকা)।

    জেলা প্রশাসনের এক চিঠির প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আহছান উল্লাহ এই কমিটি বাতিল করে।

    আগামী ২/১ দিনের মধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হবে।

    এদিকে, নুসরাত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ফেনী সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই।

    গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে যৌন হয়রানী করার মামলায় গ্রেফতার হওয়ার পর ৬ এপ্রিল সেই হত্যার ঘটনায় মাদ্রাসা কমিটির সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠে।

    জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ সদর দপ্তরের প্রাথমিক তদন্তে তা প্রমাণিতও হয়।

    ৬ এপ্রিল ওই মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর:: নুসরাত হত্যা : উপজেলা আ’লীগ সভাপতি ‍রুহুল আমিন আটক