পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

    ক্রীড়া ডেস্ক : সরফরাজকে অধিনায়ক করে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন মোহাম্মদ আমির। আর চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন তরুন পেসার মোহাম্মদ হাসনাইন ও ব্যাটসম্যান আবিদ আলী। ফিরেছেন জুনাইদ খান।

    কিছুদিন আগেই বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। পরবর্তী সেই ২৩ সদস্যের ক্যাম্প থেকে আজ ১৫ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তারা। যেখানে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের।

    তবে বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন আমির। মুলত ইংলিশদের বিপক্ষে সেই সিরিজ শেষে চুড়ান্ত দল নির্ধারন করবে পাকিস্তান।

    উল্লেখ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত,বাংলাদেশ,ইংল্যান্ডের, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার পর অষ্টম দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান।

    পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডঃ

    সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শাদাব খান, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হাসান আলী, আবিদ আলী, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসানাইন, হ্যারিস সোহেল।

    স্ট্যান্ড বাই: আসিফ আলি, মোহাম্মদ আমির।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর :: আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা