বান্দরবানে ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ উপলক্ষে চাংক্রান উৎসব

    বিএম ডেস্ক : পাহাড়ে ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু হয়েছে বান্দরবানে। উৎসবকে ঘিরে পুরো ম্রো পল্লিগুলো আনন্দমুখর হয়ে উঠে।

    বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টংকাবতি ইউনিয়নের সাখয়ই পাড়ার ব্রিকফিল্ড মাঠে নেচে গেয়ে র‌্যালী করে ম্রো জনগোষ্ঠি উৎসবের উদ্বোধন করেন।

    উৎসবে ম্রো নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পরে লোকজ অনুষ্ঠানগুলোতে অংশ নেয়। এসময় গো হত্যা নৃত্য, দড়ি টানাটানি, লোকসংগীত পিঠা উৎসবসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    এদিকে পাহাড়ে ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব চাংক্রান উৎসবে বিভিন্ন পাড়ার ম্রো নারী পুরুষ যোগ দেয় এবং নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেয়।


    ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য

    অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। আজ দেশে সকল জাতিগোষ্টির জনসাধারণ তাদের নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে।

    এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের জনসাধারণ আজ পিছিয়ে নেই, শিক্ষা, কর্ম ও উন্নয়নে তারা প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে।

    এসময় তার সাথে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রো, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং সহ ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    বিএম/রনী/রাজীব