বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হচ্ছে ঢাকা-রাজশাহী রুটে

    বিএম ডেস্ক : ঢাকা-চট্টগ্রামের পর এবার ঢাকা-রাজশাহী রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন সার্ভিস।

    রাজশাহী থেকে ঢাকা বিরতিহীন ট্রেনের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয় বলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে জানানো হয়েছে।

    আজ সোমবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিবৃতির বিষয়ে পোস্ট দেয়া হয় রাজশাহী সিটি করপোরেশনের ফেসবুক পেইজে।

    মেয়র লিটন রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু করা। নির্বাচনের পূর্বে তিনি ঘোষণা দেন, বিজয়ী হলে ছয় মাসের মধ্যেই রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করবেন।

    মেয়রের বিবৃতি অনুসারে সপ্তাহে ৬ দিন ট্রেনটি সকালে রাজশাহী থেকে ঢাকা যাবে, আবার সেদিনই ঢাকা থেকে রাজশাহী ফিরবে। বাংলা নববর্ষের প্রথম দিন থেকে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে। ট্রেনটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত উন্নতমানের নতুন কোচ থাকবে।

    উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে দুটি বিরতিহীন ট্রেন চালু রয়েছে। সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করে ঢাকা-চট্টগ্রাম রুটে।

    বিএম/রনী/রাজীব