বিশ্বকাপের সূচী ও সব দলের স্কোয়াড

    ক্রীড়া ডেস্ক : ৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। এবারের আসরের আয়োজক ইংল্যান্ড। ২০ বছর পর ইংল্যান্ডে বসছে মর্যাদার ওয়ানডে বিশ্বকাপের আসর। আসরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি চূড়ান্ত করেছে আয়োজক দেশ ইংল্যান্ড ও অংশগ্রহণকারী দেশগুলো।

    ইতোমধ্যে বিশ্বকাপের স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশসহ সবগুলো দল। বুধবার (২৪ এপ্রিল) সর্বশেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করে উইন্ডিজ। যদিও প্রতিটি দলই আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে।

    এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে। একই ভেন্যুতে ১৪ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

    আফগানিস্তান

    গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলী জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতুল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

    অস্ট্রেলিয়া

    অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), উসমান খাজা, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টয়নিস।

    বাংলাদেশ

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।

    ইংল্যান্ড

    ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার, জো রুট, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, জো ডেনলি, লিয়াম পাঙ্কেট, টম কারান।

    ভারত

    বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কূলদ্বীপ যাদব, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি।

    নিউজিল্যান্ড

    কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, ইস সোধি, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জিমি নিশাম, কলিন মানরো, ম্যাট হেনরি।

    পাকিস্তান

    সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাম উল হক, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহেন শাহ আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ শাদাব, হারিস সোহেল।

    বিশ্বকাপ

    দক্ষিণ আফ্রিকা

    ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, তাবরেজ শামসি, হাশিম আমলা, জেপি ডুমিনি, ইমরান তাহির, কাগিসো রাবাদা, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, লুঙ্গি এনগিডি।

    শ্রীলঙ্কা

    দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, লাহিরু থিরিমান্নে, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভেন্ডারসে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্দা সিঁড়িবর্ধনে।

    উইন্ডিজ

    জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।

    এক নজরে দেখুন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি —

    তারিখ ম্যাচ ভেন্যু
    ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল
    ৩১ মে উইন্ডিজ-পাকিস্তান নটিংহাম
    ১ জুন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ
    ১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল
    ২ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওভাল
    ৩ জুন ইংল্যান্ড- পাকিস্তান নটিংহাম
    ৪ জুন আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ
    ৫ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা সাউথাম্পটন
    ৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ওভাল
    ৬ জুন অস্ট্রেলিয়া-উইন্ডিজ নটিংহাম
    ৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল
    ৮ জুন বাংলাদেশ-ইংল্যান্ড কার্ডিফ
    ৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টন্টন
    ৯ জুন ভারত-অস্ট্রেলিয়া ওভাল
    ১০ জুন দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ সাউথাম্পটন
    ১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল
    ১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টন্টন
    ১৩ জুন ভারত-নিউজিল্যান্ড নটিংহাম
    ১৪ জুন ইংল্যান্ড-উইন্ডিজ সাউথাম্পটন
    ১৫ জুন দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ
    ১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড

    ১৭ জুন বাংলাদেশ-উইন্ডিজ টন্টন
    ১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্রাফোর্ড
    ১৯ জুন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এজভাস্টন
    ২০ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া নটিংহাম
    ২১ জুন ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি
    ২২ জুন ভারত-আফগানিস্তান সাউথাম্পটন
    ২২ জুন উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড
    ২৩ জুন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লর্ডস
    ২৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান সাউথাম্পটন
    ২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস
    ২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজভাস্টন
    ২৭ জুন উইন্ডিজ-ভারত ওল্ড ট্রাফোর্ড
    ২৮ জুন শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ডারহাম
    ২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস
    ৩০ জুন ভারত-ইংল্যান্ড এজভাস্টন
    ১ জুলাই শ্রীলঙ্কা-উইন্ডিজ ডারহাম
    ২ জুলাই বাংলাদেশ-ভারত এজভাস্টন
    ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডারহাম
    ৪ জুলাই আফগানিস্তা-উইন্ডিজ হেডিংলি
    ৫ জুলাই বাংলাদেশ-পাকিস্তান লর্ডস
    ৬ জুলাই শ্রীলঙ্কা-ভারত হেডিংলি
    ৬ জুলাই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড
    ৯ জুলাই প্রথম সেমি ফাইনাল (১-৪) ওল্ড ট্রাফোর্ড
    ১০ জুলাই রিজার্ভ ডে ওল্ড ট্রাফোর্ড
    ১১ জুলাই দ্বিতীয় সেমি ফাইনাল এজভাস্টন
    ১২ জুলাই রিজার্ভ ডে এজভাস্টন
    ১৪ জুলাই ফাইনাল লর্ডস
    ১৫ জুলাই রিজার্ভ ডে লর্ডস

    বিএম/রনী/রাজীব