ভারতীয় মাংস ও খাদ্যশস্য নিষিদ্ধ করলো কুয়েত

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় মাংসে ব্যাকটেরিয়া এবং খাদ্যশস্যে অতিমাত্রায় কীটনাশক থাকায় তা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। সেইসঙ্গে ব্রিটেন ও আমেরিকান খাদ্যপণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

    কুয়েতের খাদ্য ও পুষ্টি বিভাগের মহাসচিব আব্দেল আল-সুয়েত এক বিবৃতিতে বলেছেন, ভারতের ‘এএলএম’ ব্রান্ডের ‘অস্থিবিহীন মহিষের মাংস’ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে তার কমিটি। কারণ ২০১৮ সালের ১ ডিসেম্বর প্রক্রিয়াজাত করা ওইসব মাংস ব্যাকটেরিয়া আক্রান্ত।

    তিনি বলেন, এ ছাড়া ‘জাই আশাপুরা’ ব্রান্ডের ধনে এবং ‘ফাতিন’ ট্রেডমার্কের গুড়া মরিচ ও হলুদ এবং ‘হাই-টি’ গ্রুপের ঘণ কালো চা এবং ‘জয়া রাইস’ গ্রুপের চালে অতিরিক্ত কীটনাশক থাকার কারণে আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

    অন্যদিকে, ওই কমিটি ব্রিটেনের ‘ওয়েটরোজ’ ব্রান্ডের চকোলেট চাঙ্ক এবং মার্কিন ‘ওরল্যান্ড’ গ্রুপের ক্যালিফোর্নিয়ার আঙ্গুর পাতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    তবে বিট্রেন কিংবা মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কিছু উল্লেখ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।

    বিএম/রনী/রাজীব