লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন বাতিল চেয়ে রুল

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল করে কেন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না তৎমর্মে নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

    আজ ৯ এপ্রিল সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

    স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক পিয়ারুর আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়।

    এর আগে মাহমুদুল হক পেয়ারুর প্রার্থীতা বাতিল করা হলে তিনি হাইকোর্টে রীট আবেদন করে তার প্রার্থীতা ফেরত পেলেও অপর এক প্রার্থীর আপীল আবেদনের প্রেক্ষিতে তার প্রার্থীতা স্থগিত করা হয়। গত ৩১ মার্চ তারিখ তাকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এর মধ্যে গত ৪ এপ্রিল আপীল বিভাগে আপীল নিস্পত্তি হলে পিয়ারু তার রীট আবেদনে পূর্বের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানায়।

    আজ ৯ এপ্রিল হাইকোর্ট চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল করে কেন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না তৎমর্মে নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি হাইকোর্ট ৪ সপ্তাহের রুল জারি করেন।

    মাহমুদুল হক পিয়ারুর পক্ষে শুনানী করে এডভোকেট সৈয়দ মামুন মাহবুব এবং এডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।  

    আরো খবর : লোহাগাড়ায় আনারস, টিউবওয়েল ও কলসির বিজয়

    আরো খবর :