সীতাকুণ্ডে আগুনে ১০ বসতঘর পুড়ে ছাই : ক্ষতি ১২ লাখ!

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আগুন লেগে ১০ টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভাটেরখীল আশ্রয় কেন্দ্রের ২নং ব্র্যাকে উক্ত আগুন লাগার ঘটনা ঘটে।

    খবর পেয়ে রাত দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনায় আশ্রয়নের প্রকল্পের ইসমাইল, ইকবাল, মানিক মিয়া, শাহাবুদ্দিন, মানিক, ফাতেমা বেগম, ফুলবিয়া বেগম, তানজিনা বেগম, সুলতান, নূর উদ্দীনের মালিকানাধীন ১০ টি বসতিঘর পুড়ে ছাই যায়। এতে ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জানান, ভাটেরখীল এলাকায় ৩ টি ব্র্যাকের মধ্যে ১ ব্র্যাকের ১০টি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি নিশ্চিত করেন।

    বিএম/কামরুল/রাজীব..