সীতাকুণ্ড সমিতির নারী শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ শিক্ষার্থী সংবর্ধনা ৫ এপ্রিল

    সীতাকুণ্ড প্রতিনিধি : বেগম কে হায়া নারী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট এবং মাদার স্টীল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ৫ এপ্রিল শুক্রবার বেলা ৩টায় নারী শিক্ষাবৃত্তি প্রদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

    এতে ৪০জন মেধাবী নারী শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। মাদার স্টীলের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে ও সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ফেনী ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম।

    স্বাগত বক্তব্য রাখবেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি অধ্যাপক আবুল মনছুর ভুঁঞা। বেগম কে হায়া নারী শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈন উদ্দীন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, সাপ্তাহিক চাটগাঁর বাণীর প্রধান-সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন।

    অনুষ্ঠানে ২০১৮ সালে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪০জন মেধাবী নারীশিক্ষার্থীকে বৃত্তিপ্রদান হবে।

    বিএম/কামরুল/রাজীব..