ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা

    ক্রীড়া ডেস্ক : আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য সবার শেষ আইসিসির বেঁধে দেওয়া সময়েরও একদিন পরে আজ শক্তিশালী দল ঘোষণা করেছে উইন্ডিজরা। বোর্ড আর নির্বাচকদের নানান দ্বন্দে অবশেষে আজ বার্বাডোজে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা।

    উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রিকি স্কিরিতও দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবর্তন এনেছেন পুরো নির্বাচন প্যানেলে। বিশ্বকাপে গেইল-পোলার্ড-রাসেলদের দলে ফেরাতে পরিবর্তন করেছেন প্রধান কোচেরও। নতুন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে উইন্ডিজ সাবেক ক্রিকেটার ফ্লয়েড রেইফারকে। ব্যাটিং পরামর্শ হিসেবে দায়িত্ব পেয়েছেন রামনরেশ সারওয়ান।

    নতুন এই নির্বাচনী ও কোচ প্যানেলে বিশ্বকাপে দল নির্বাচনে দিয়েছেন অভিজ্ঞদের উপর গুরুত্ব। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো। তবে বাদ পড়েছেন কাইরন পোলার্ড, সুনিল নারাইনরা।

    উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডঃ
    জ্যাসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আসলি নার্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, ফাবরিয়ান অ্যালেন, ইভেন লুইজ, নিকোলাস পুরান, কিমার রোচ, ওশেন থমাস, শাই হোপ, শেরমান কটট্রেল, শিমরন হেটমায়ার, শেনোন গাব্রাইল।

    বিএম/রনী/রাজীব