সাকিবকে না দেখে ক্ষুব্ধ বিসিবি সভাপতি!

সাকিব আল হাসান ভারত থেকে রোববার দেশে ফিরেছেন। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানেন না, সাকিব যে দেশে ফিরেছেন।

সোমবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য জাতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল।

আগামী ৫ মে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপের মহাযজ্ঞ। জাতীয় ক্রিকেট দল তাই দেশ ছাড়ছে বেশ আগেই, ১ মে। সোমবার ছিল বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশন।

সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক মাশরাফিসহ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ১৪ জন ক্রিকেটার। কিন্তু ছিলেন না সাকিব।

বিশ্বকাপ স্কোয়াডের ফটোসেশন

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দুঃখজনক, আর কী বলব, আজ আমি (ক্রিকেট বোর্ডে) এসেই জিজ্ঞাস করেছি। এমনকি আমি যখন স্টেডিয়ামে ঢুকি তখন তাকে (সাকিবকে) ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’

সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা (সাকিবের) এত দিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বোর্ড সভাপতি বলেন, ‘বিশ্বকাপ খেলতে টিম যখন পরশু চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’

বিএম/রনী/রাজীব