আয়ারল্যান্ডের উদ্দেশ্য দেশ ছাড়ল টাইগাররা

    আড়াই মাসের সফরে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও তার দল।

    বাংলাদেশ সময় বুধবার (১ মে) বেলা ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ঢাকা-দুবাই ফ্লাইটে রওয়ানা হয় তারা। ফ্লাইটটি প্রথমে দুবাই গিয়ে যাত্রাবিরতি নেবে। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা।

    পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় দেশ ছাড়ার কথা ছিল। তবে ফ্লাইটটি ছাড়তে ৩০ মিনিট বিলম্ব হয়।

    আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার পরপরই জাতীয় দল চলে যাবে ইংল্যান্ডে, বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে। মাঝে ৫-৬ দিন সময় থাকবে বিরতি।

    আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ১৯ জন ক্রিকেটাররের নাম ঘোষণা করা হলেও, আজ একসঙ্গে উড়াল দিয়েছেন ১৭ জন। কারণ গতকাল মধ্যরাতেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ফরহাদ রেজা এবং পরিবারসমেত আজ সন্ধ্যায় আয়ারল্যান্ড যাবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

    ত্রিদেশীয় সিরিজের সূচি :

    ৫ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
    ৭ মে ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
    ৯ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
    ১১ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
    ১৩ মে ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
    ১৫ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

    ১৭ মে ২০১৯ : ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

    বিএম/রনী/রাজীব