ওজনে কম ও মেয়াদ না থাকায় সীতাকুণ্ডে ২ দোকানে জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সীতাকুণ্ডে দুইটি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মেয়াদ না থাকা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে একটি মুদির দোকান ও একটি ফলের দোকানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    বুধবার (২৯ মে) বিকালে উপজেলার কুমিরা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    জানা গেছে, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুব হক বলেন, “ পণ্যের উৎপাদন তারিখ না থাকা এবং ওজনে কম দিয়ে জনসাধারণকে ঠকানো অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। খাদ্য পণ্যের উপর পরিচালিত অভিযান অব্যাহত থাকবে।

    বিএম/কামরুল ইসলাম দুলু/রাজীব..