ওসি মোয়াজ্জেমের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ প্রস্তুত: অ্যাটর্নি জেনারেল

    মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আইসিটির মামলায় সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

    বৃহস্পতিবার (৩০ মে) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মাহবুবে আলম বলেন, জামিনের বিরোধিতার ব্যাপারে আমার অফিসের (রাষ্ট্রপক্ষের আইনজীবীরা) যারা আইনজীবী আছেন, তারা প্রস্তুত। খুব শক্ত হাতে এটার (জামিন আবেদনটি) বিরোধিতা করা হবে। নুসরাত হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে যে চার্জশিট হয়েছে, এটা গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করেছে। একজন পুলিশ অফিসার (সাবেক ওসি মোয়াজ্জেম) যিনি নাকি এগুলো ভিডিও করেছেন। এটা গর্হিত অপরাধ।

    তিনি আরও বলেন, নুসরাতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকেও (সাবেক ওসি মোয়াজ্জেম) মূল মামলায় আসামি করার জন্য। এটা (সাবেক ওসি মোয়াজ্জেমকে মামলায় আসামি করা) তদন্ত কর্মকর্তার বিষয়। সে যাতে জামিন না পায়, আমরা খুব জোরেশোরেই সেই চেষ্টা করবো।

    আগামী ১১, ১২ বা ১৩ জুন মোট তিন দিন বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বসবেন। তখন জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

    বিএম/রনী/রাজীব