ওড়িশায় ফণীর ছোবলে নিহত ৬, বন্যার আশঙ্কা

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ঘণ্টায় ১৭৫ কিলোমিটারের বেশি গতিতে ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে। ফণীর আঘাতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুরীতে।

    শুক্রবার (৩ মে) বিকালে ওড়িশায় আঘাত হানার কথা থাকলেও তার কয়েকঘণ্টা আগেই ওড়িশায় আঘাত হানে প্রলয়ণকারী ঘূর্ণিঝড়টি।

    ঝড়ের পাশাপাশি পুরীতে প্রবল বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে শত শত গাছ। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। সবথেকে ক্ষতিগ্রস্ত ওডিশার গঞ্জাম জেলা। পাশাপাশি গজপতিও ক্ষতিগ্রস্ত। কাতারে কাতারে মানুষ ত্রাণশিবিরে প্রবেশ করছে।

    এদিকে, প্রবল বৃষ্টিপাত ও সমুদ্রের পানি বেড়ে যাওয়ায় ওড়িশার বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। পুরীতে ওয়াল গার্ড ছাপিয়ে পানি উঠে যাচ্ছে লোকালয়ে।

    আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে এই ঝড় আঘাত হানবে। ভারতে আঘাত হানার পর শুক্রবার সন্ধ্যায় ঝড়টি বাংলাদেশে হানার কথা রয়েছে।

    বিএম/রনী/রাজীব