কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় রদবদল:কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে।

    সোমবার (২০ মে) রাজধানীর বনানীর সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, কাজের সুবিধার জন্য পুনর্বিন্যাস প্রয়োজন হয়। সময়ের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। কাজের সুসমন্বয়, গতি, কোয়ালিটি নিশ্চিত করতেই তিনি এটি করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, তিনি অসুস্থ থাকার পরও প্রধানমন্ত্রীর তদারকিতে বড় প্রকল্পগুলোর কাজ সমান তালে এগিয়েছে। কর্ণফুলী টানেল, ঢাকা-এলিফেন্ট এক্সপ্রেস ওয়ে ও পদ্মা সেতু এই তিন প্রকল্পের কাজে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

    প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠনের পাঁচ মাস পর গতকাল রোববার মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

    বিএম/রনী/রাজীব