‘ঘুষ না দেয়ায় ৩ লাখ টাকার ডিম রাস্তায় ফেলে দিল পুলিশ’

    নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘুষ না দেয়ায় রশি কেটে পিকআপে থাকা প্রায় তিন লাখ টাকার ডিম রাস্তায় ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ডিম মালিক বিপ্লব কুমার সাহার অভিযোগ।

    তিনি জানান, একটি পিকআপ ৩৫ হাজার ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নাটোরে যাচ্ছিল। বড়াইগ্রামে পিকআপটির চাকা পাংচার হয়ে গেলে পাশের রাস্তায় নেমে যায়। এসময় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম সেখানে যায়।

    ডিম ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা দাবি করেন, পিকআপটি উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ চায় পুলিশ সদস্যরা। চালক রাজি না হওয়ায় পুলিশ সদস্যরা কেইস বঁধার রশি ছুরি দিয়ে কেটে দিলে রাস্তায় পড়ে সব ডিম ভেঙে নষ্ট হয়ে যায়।

    এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আলিম হাসান শিকদার জানান, মামলায় সাক্ষ্য দেয়ার জন্য কাজে ঢাকায় ছিলেন তিনি। একটি পিকআপ বিকল হয়ে ডিম নষ্ট হয়েছে বলে শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখবেন তিনি। দোষী ব্যক্তি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি আলিম হাসান শিকদার।

    বিএম/রনী/রাজীব