চুরি ঠেকাতে ছাদের গ্রিলে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

    চুরি ঠেকাতে বাড়ির ছাদে বিদ্যুতায়িত করে রেখেছিল বাড়িওয়ালা। সেই বিদ্যুতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একই পরিবারের তিনজন। নিহতরা সম্পর্কে মা-মেয়ে ও নাতনি।

    শুক্রবার (৩ মে) দুপুরে রংপুর নগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দ্বিতল বাড়ির মালিক সৈয়দ আলী চুরি ঠেকাতে ছাদের গ্রিলে বিদ্যুতায়িত করে রাখে। ওই বাসায় ভাড়া থাকতো রুবেল ইসলাম নামে এক চাকরিজীবী।

    দুপুরে রুবেল ইসলামের স্ত্রী তানিয়া বেগম তার ৭ বছরের মেয়ে তানিয়াকে নিয়ে ছাদে উঠে। এ সময় দুজনই বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাদের বাঁচাতে তানিয়ার মা তাজমহল বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন এবং সাথে সাথেই তিনজন মারা যান।

    কোতয়ালী থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ডাক্তাররা নিশ্চিত করেছে বিদ্যুৎস্পর্শে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিন জনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।

    বিএম/রনী/রাজীব