ট্রেবল জিতলো গার্দিওলার ম্যানচেস্টার সিটি

    এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে তারা প্রতিপক্ষকে।

    শনিবার ওয়েম্বলিতে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওয়াটফোর্ড। কিন্তু সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস দারুণভাবে রুখে দেন পেরেইরার নেওয়া শট। তবে ২৬ মিনিটের মাথায় গোল পাওয়ার পর ম্যানসিটি যে এগিয়ে যাওয়া শুরু করল এরপর আর তাদের থামানো যায়নি। শেষ পর্যন্ত ছয়-ছয়টি গোল করে তারা ক্ষান্ত হয়।

    ম্যাচের ২৬ মিনিটে ডি বক্সের মধ্যে হেড দিয়ে স্টার্লিং বল বাড়িয়ে দেন ডেভিড সিলভাকে। সিলভা বাম পায়ের শটে বল জালে পাঠান। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। এ সময় বার্নার্ডো সিলভা চিপ করে বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুসকে। জেসুস পা লাগিয়ে বল ঠেলে দেন গোলপোস্টে।

    বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে মাহরেজের পরিবর্তে গার্দিওলা মাঠে নামান কেভিন ডি ব্রুইনকে। ৬১ মিনিটে ব্রুইন গোল করে ব্যবধান ৩-০ করেন। এ সময় জেসুসের থ্রো থেকে বল পেয়ে ওয়াটফোর্ডের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান বেলজিয়ান এই মিডফিল্ডার।

    ৬৮ মিনিটে ব্যবধান হয় ৪-০। এ সময় নিজের জোড়া গোল পূর্ণ করেন জেসুস। তাকে গোলে সহায়তা করেন ডি ব্রুইন। এরপরের দুটি গোলই করেছেন রহিম স্টার্লিং। ৮১ ও ৮৮ মিনিটে তিনি গোল দুটি করেন।

    তাতে ৬-০ গোলের রেকর্ড জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। পাশাপাশি ট্রেবল শিরোপা জয়ের সুখানুভূতিও পায় সিটি ও তার সমর্থকরা।

    বিএম/রনী/রাজীব