তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার লেখক ইমতিয়াজ মাহমুদ

    খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গ্রেপ্তারের পর ইমতিয়াজ মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে।

    শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দার করা মামলায় উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ তার ফেসবুকে আইডিতে পাহাড়ের ইস্যুতে নানা মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মধ্যে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে।

    বিএম/রনী/রাজীব