কোতোয়ালির সাধু মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত
    তিনদিন আগের পঁচা বাসি মিষ্টি ও মেয়াদবিহীন পাউরুটি

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিখ্যাত আধি সাধু মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার বেলা ১১ টার থেকে পৌণে ১২ টা পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

    অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাত দ্রব্য তৈরি, তিনদিনের পুরনো পঁচা বাসি মিষ্টি ও বিক্রির জন্য সংরক্ষণে রাখা মেয়াদবিহীন পাউরুটির দেখতে পেয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালত। তাছাড়া বিএসটিআই’র অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর উপায়ে দই তৈরি, দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আদি সাধু মিষ্টি ভাণ্ডারকে দশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। পাশাপাশি ভবিষ্যতের জন্য দোকানের মালিককে সতর্ক করে দেন।

    অভিযানে বিএসটিআই, চেম্বার ও ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।

    বিএম/রাজীব..