ধান কেনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: ডিসি

    রংপুরের ডিসি এনামুল হাবীব বলেছেন, চলতি বছরে রংপুরের আট উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে তিন হাজার ৯৯৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

    সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনতে আন্তরিক। তালিকামুক্ত কৃষকদের কাছ থেকেই ধান নেয়া হবে। বাইরের কেউ ধান কেনাবেচা করতে পারবেন না। এ ক্ষেত্রে অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন।

    আজ সোমবার বিকেলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন শেষে এসব কথা বলেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, রংপুর সদরের উপজেলা নির্বাহী অফিসরা ইসরাত সাদিয়া সুমি, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।

    বিএম/সোহেল রশীদ/রনী