নুসরাত হত্যা মামলার চার্জশিট এ মাসেই: পিবিআই

    ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ বলে জানিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন) প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, কিছু কাগজপত্র তৈরি করে চলতি মাসের যে কোনো দিন ১৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়া হবে।

    শনিবার (৪ মে) দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বনজ কুমার মজুমদার বলেন, নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা আইসিটি মামলার তদন্ত শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। আদালতে তারা সময়ের আবেদন করেছেন। ওসি ও এসআইয়ের মোবাইল দু’টি জব্দ করেছে তদন্ত দল। আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুপারিশ করবে তারা।

    বিএম/রনী/রাজীব