ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে মানববন্ধন

    বোরো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ মে) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমরা কৃষক সন্তান সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, এ বছর কৃষকরা ধানের ন্যায্য মজুরি পাচ্ছে না। এক মণ ধান উৎপাদন করতে যে খরচ করে কৃষক সেই খরচ ধান বিক্রি করে তুলতে পারছে না। তাহলে কৃষক বাঁচবে কিভাবে?

    মধ্যস্বত্বভোগীদের কথা উল্লেখ গোলাম কুদ্দুস বলেন, এরা কৃষকদের কাছ থেকে ৫-৬শ’ টাকায় এক মণ ধান কিনে সরকারের কাছে বিক্রি করে হাজার টাকায়। দালাল-ফড়িয়াদের থামাতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে কৃষক বাঁচবে না। আর কৃষক না বাঁচলে দেশ পড়বে খাদ্য সঙ্কটে।

    গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, গতকাল গণমাধ্যমে দেখলাম, সরকার ধানের মণ ১০৪০ টাকা নির্ধারণ করেছে। আমরা বিশ্বাস করি, এটা ন্যায্য মূল্য হয়নি। আরও বেশি হলে কৃষকের জন্য ভালো হতো। তারপরেও সরকার যে দ্বিগুণ দাম বৃদ্ধি করেছে, তার জন্য সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা চাই, সরকার সরাসরি নির্ধারিত দামে কৃষকের কাছ থেকে ধান কিনুক। মাঝখানে যে ফঁড়িয়া গ্রুপ রয়েছে, যদিও সেটা ভাঙ্গা কঠিন। তারপরেও সরকার চাইলে ফঁড়িয়া গ্রুপকে উপেক্ষা করে কৃষকের অধিকার ফিরিয়ে দিতে পারে। আমরা এই শাহবাগ থেকে এ ঘোষণাটা দিতে চাই, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

    মানববন্ধন থেকে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করা হয় । দাবিগুলো হলো-

    ১. অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ক্রয় করতে হবে ।

    ২. ফঁড়িয়া, দালাল ও মজুদদারীদের শক্তিশালী সিণ্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

    ৩. অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে।

    ৪. হাওড় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র অঞ্চলসহ দেশের কৃষকদের নিয়ে সঠিক ডাটাবেজ প্রস্তুত করে একটি উপযুক্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

    ৫. কৃষি ঋণ আদায়ে জুলুম বন্ধ করতে হবে।

    ৬. সহজশর্তে কৃষি ঋণ ব্যবস্থা করতে হবে।

    ৭. অপরিকল্পিতভাবে চাল আমদানি –রপ্তানির বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে।

    ৮. কৃষি বিপনন অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে।

    ৯. কৃষিতে ভর্তুকির বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে।

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমরা কৃষক সন্তান সংগঠনের সহ সভাপতি নিকুঞ্জ হালদার, সুপ্রীম কোর্টের আইনজীবী মিণ্টু কুমার মণ্ডল, হুমায়ূন কবিরসহ প্রমুখ।

    বিএম/রনী/রাজীব