পীরগঞ্জে জাহিদুর রহমান এমপিকে গণসংবর্ধনা

    বিএনপি’র নির্বাচিত সাংসদদের মধ্যে সংসদে প্রথম শপথ গ্রহণ করা ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে গণসংবর্ধনা দিয়েছে পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগণ।

    বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা মাইক্রোষ্ট্যান্ড এলাকায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

    গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, জনগণের কথা চিন্তা করেই শপথ নিয়েছি। আমার কয়েক হাজার নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়ে এখন তাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। নেতা কর্মীদের বিরুদ্ধে এসব মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করার জন্যই শপথ গ্রহণ করতে হয়েছে। তাছাড়া দেশে গণতন্ত্র নেই, মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারে না, বিশ্বে একক ভাবে ক্ষমতায় টিকে থাকার কোন নজির নেই, একদিন না একদিন এই সরকারের পতন ঘটবেই ঘটবে।

    সংবর্ধনা অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা,  হাজিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা সাবেক এমপি মো. ইমদাদুল হক পরাজিত করেন এবং গত ২৫ মার্চ তিনি সংসদে শপথ গ্রহণ করেন।

    বিএম/গৌতম/রনী