ফেনসিডিলসহ মাদকব্যবসায়ি আটক

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা সেবা পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২শ ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭। এসব মাদক বহনের অভিযোগে মো. জামাল হোসেন (৩২) কে আটক করে র‌্যাব। জামাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা কালীবাজার দুর্গাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।

    শনিবার দিবাগত রাত ২টার সময় এসব ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

    র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টহল টিম অভিযানে নামে। শনিবার দিবাগত রাত ২টার সময় কুমিল্লা থেকে আসা একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করে তল্লাশী চালানো হয়।

    পরে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৫-১২৬১) টিতে বিশেষ কায়দায় লুকানো ২শ ৫৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাছাড়া ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি জামালকে আটক করা হয়। জব্দ করা হয় ফেনসিডিল বহনকারী কাভার্ডভ্যানটি।

    উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৫৮ হাজার টাকা বলে জানিয়ে তিনি বলেন, পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক ও কাভার্ডভ্যান এবং আটক মাদকব্যবসায়িকে নগরীর আকবর শাহ থানায় প্রেরণ করা হয়।

    বিএম/রাজীব..