বায়েজিদে উচ্ছেদ অভিযানে হামলা, আহত দুই পুলিশ : তিনজন আটক

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে অবৈধ দখলদালরা। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। আজ সোমবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খান। তিনি জানান, বিকেলে নগরীর শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় চসিক। এসময় অবৈধ দখলদালরা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তারা পুলিশের উপর‌ও হামলা করে। এতে দুই পুলিশ আহত হন।

    এদিকে এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করার তথ্য জানিয়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, শেরশাহ এলাকা থেকে আহত অবস্থায় মুজিবুল হক নামে পুলিশের একজন এএসআই-কে চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

    বিএম/রাজীব..