বিশ্বকাপ খেলতে প্রথম দল হিসেবে ইংল্যান্ডে বাংলাদেশ

    আর দিন দশেক পরেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। তাই অবসর বা বিশ্রাম নেওয়ার ফুরসত নেই ক্রিকেটারদের। তাইতো ত্রিদেশীয় সিরিজ শেষ না হতে হতেই টাইগাররা চলে গেছে ইংল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য।

    শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার একটু পরেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে যায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

    লন্ডনে গিয়ে প্রাথমিকভাবে লেস্টারে অবস্থান করবে বাংলাদেশ দল। সেখানে চার দিন অনুশীলন করার পর বৃহস্পতিবার কার্ডিফে পা রাখবে বাংলাদেশ দল। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে ২৩ মে।

    এদিকে, ছুটি কাটাতে দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবাল আছেন দুবাই। তারা ইংল্যান্ড গেলে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনটি।

    এদিকে, পাকিস্তান এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ডে। যেহেতু তারা ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড আছেন তাই তাদের বাদ দিলে বিশ্বকাপ মিশনে সবার আগে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ।

    বিএম/রনী/রাজীব