বোয়ালখালীতে মে দিবস উদযাপন

    বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে গান কবিতা,কথামালা ও শোভাযাত্রায় মে দিবস পালিত হয়েছে । ১ মে বুধবার বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে ।

    অনুষ্ঠানে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বোয়ালখালী উদীচী শিল্পী গোষ্ঠী, দিশারী খেলাঘর আসর, পূর্বাশা খেলাঘর আসর,কিশোর কানন খেলাঘর আসর, দ্বীপশিখা খেলাঘর আসর । সংগঠনের চেয়ারম্যান আবুল বশর কমান্ডারের সভাপতিত্বে ,সদস্য সচিব আবুল ফজল বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম,কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কানাই দাশ,দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল ।

    অনুষ্ঠান শেষে এক শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    শোভাযাত্রায় শিক্ষক নেতা আমি হোসেন,যুবনেতা সেহাব উদ্দিন,অনুপম বড়ুয়া, মো.শাহজাহান, উপজেলা জাসদের সহ সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, খেলাঘর সংগঠক ডা. মিহির বড়ুয়া,বোয়ালখালী উদীচীর সভাপতি ডা. অসীম কুমার চৌধুরী,দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের,সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস,পূর্বাশা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সজিব নাথ,কিশোর কানন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, হক্কানী পেপার এন্ড বোর্ড মিলস ওয়ার্কাস ইউনিনের সভাপতি জিনোতোষ বড়ুয়া পল্টু,টি কে ও ম্যাক পেপার মিলের ছাটাইকৃত শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব,সারকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি মো. ফারুক,চট্টগ্রাম জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বোয়ালখালীর সাধারণ সম্পাদক মো. সেলিম, শ্রমিক নেতা কামাল উদ্দিন,পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর দে , বোয়ালখালী সংবাদপত্র হকার সমিতির কাজী মো. শরিফসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

    বিএম/ পুজন সেন/রাজীব..