ভারতকে সহজেই হারিয়ে নিউজিল্যান্ডের শুভ সূচনা

    লর্ডসে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি হট ফেভারিট ভারত। শনিবার অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড পেয়েছে ৬ উইকেটের জয়, ৭৭ বল হাতে রেখেই।

    টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ট্রেন্ট বোল্ট ও জিমি নিশামের বোলিং তোপে দলটির টপ অর্ডার ও মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে।

    তবে শেষদিকে দলের পক্ষে প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা। তার অর্ধ-শতকেই সম্মানজনক সংগ্রহ পায় বিরাট কোহলির দল।

    দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে জাদেজার ব্যাট থেকে। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩০ ও কুলদ্বীপ যাদব ১৯ রান করেন।

    নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট চারটি ও জিমি নিশাম তিনটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও লকু ফার্গুসন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই হারায় ওপেনার কলিন মুনরোকে। ২২ রান করে সাজঘরে ফিরে যান বড় ইনিংস গড়ার ইঙ্গিত দেওয়া মার্টিন গাপটিলও।

    তবে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর। ৮৭ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলে উইলিয়ামসন বিদায় নেওয়ার পর ৭৫ বলে ৭১ রানে করে বিদায় নেন টেলরও। তবে হেনরি নিকোলসের অপরাজিত ১৫ রানের ইনিংসে নিউজিল্যান্ড জয় পায় ৭৭ বল ৬ উইকেট হাতে রেখেই।

    ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও যুযবেন্দ্র চাহাল।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ১৭৯ (৩৯.২ ওভার)
    জাদেজা ৫৪, পান্ডিয়া ৩০, কুলদ্বীপ ১৯, কোহলি ১৮, ধোনি ১৭
    বোল্ট ৩৩/৪, নিশাম ২৬/৩

    নিউজিল্যান্ড ১৮০/৪ (৩৭.১ ওভার)
    টেলর ৭১, উইলিয়ামসন ৬৭
    বুমরাহ ২/১, পান্ডিয়া ২৬/১

    ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।