ভৌতিক বিলের অভিযোগ দিলে মামলার হুমকি পিডিবি কর্মকর্তার!

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ভৌতিক বিদ্যুৎ বিলের অভিযোগ দেওয়ায় গ্রাহকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে পিডিবি,র দুই কর্মকর্তা। আজ সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক গ্রাহক।

সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যুৎ গ্রাহক শিবু চন্দ্র ধর বলেন, আমি বিল পরিশোধ করার পরও আমার কাছে সর্বশেষ গত ১৬ এপ্রিল ১৮ইং বিদ্যুৎ বিল ১৭ ইউনিটের দাম ৬২,৬৭১/- টাকা আসে। অথচ আমি চট্টগ্রাম আগ্রাবাদ পিডিবি প্রধান কার্যালয়ে ২০০৫ সাল থেকে ২০১৮ মে পর্যন্ত লেজার তালিকা অনুযায়ী আমার বিল পরিশোধ আছে।

এদিকে ভৌতিক বিল ৬২,৬৭১/- টাকার জন্য ২০১৮ইং জুন থেকে পিডিবি,র দেয়া চলতি প্রতি মাসের বিল আমার কাছ থেকে নিচ্ছে না।

বিষয়টি নিয়ে আমি বাড়বকুণ্ড পিডিবি অফিসে অভিযোগ করতে গেলে অফিসের কর্মকর্তা আলাউদ্দিন ও ইব্রাহিম আমার সাথে খারাপ আচরন করে। তারা বলেন, প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পিডিবি’র ভৌতিক বিল দেওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সংশিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনাল দাশ সুনিল, বিমল কুমার ধর, জিবলু ধর প্রমূখ।

বিএম/কামরুল ইসলাম দুলু/রাজীব..