শাহজালাল ফুড প্রোডাক্টের কারখানা সিলগালা

    রাজধানীর কামরাঙ্গীরচরের মোমিনবাগে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে জুস-আইসক্রিম, কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করার অপরাধে শাহজালাল ফুড প্রোডাক্ট নামে একটি কারখানা সিলগালা করেছে গোয়েন্দা পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের এডিসি খন্দকার রবিউল আরাফাত লেলিন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানটি অবৈধভাবে পাইপ আইসক্রিম, লেমন-অরেঞ্জ জুস, স্পীড পানীয় ও চাটনিসহ ৮ ধরনের শিশু খাদ্য উৎপাদন করেছিল।

    এসব উৎপাদনে কাপড়ের রং, সাইট্রিক এসিড ও সোডা সহ বিভিন্ন ক্ষতিকারক ক্যামিক্যাল ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। জিজ্ঞাসাবাদের জন্য আহসান হাবিব নামে কারখানার এক শ্রমিককে আটক করা হয়েছে।

    বিএম/রনী/রাজীব