শীর্ষস্থান ফিরে পেল দিল্লী,রাজস্থানের বিদায়

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের প্লে-অফের আগেই বিদায় নিশ্চিত হয়েছে রাজস্থান রয়্যালসের। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালসের কাছে ৫ উইকেটে হেরেছে দলটি।

    এই জয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলা দিল্লী।

    দিল্লীর ফিরোজ শাহ্‌ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করে রাজস্থান। ব্যাটিং বিপর্যয়ের দিনে রিয়ান পরাগের ৫০ রানের ইনিংসই ছিল ‘অন্ধের যষ্টি’। তিনি ছাড়া দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল লিয়াম লিভিংস্টোন (১৪) ও শ্রেয়াস গোপাল (১২)।

    দিল্লীর পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন অমিত মিশ্র ও ইশান্ত শর্মা। দুটি উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট।

    জয়ের লক্ষ্যে খেলতে নামা দিল্লী হেসেখেলেই জয় নিয়ে মাঠ ছাড়ে। রিশাভ পান্ট ছাড়া অন্যরা অবশ্য ব্যাট হাতে ছিলেন না উজ্জ্বল। তবে তার ৩৮ বলে ৫৩ রানের ইনিংস দলীয় ইনিংসে ২৩ বল বাকি থাকতেই এনে দেয় ৫ উইকেটের স্বস্তির জয়।

    রাজস্থানের পক্ষে ইস সোধি তিনটি ও শ্রেয়াস গোপাল দুটি উইকেট শিকার করেন।

    এই জয়ে চেন্নাইয়ের সমান ৯টি জয় নিয়ে রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লী ক্যাপিটালস। যদিও দলটি লিগ পর্বে নিজেদের ম্যাচ খেলে ফেলেছে, অন্যদিকে চেন্নাই খেলেছে ১৩টি ম্যাচ অর্থাৎ একটি ম্যাচ কম।

    সংক্ষিপ্ত স্কোর

    রাজস্থান রয়্যালস ১১৫/৯ (২০ ওভার)
    পরাগ ৫০, লিভিংস্টোন ১৪
    ইশান্ত ৩৮/৩, অমিত ১৭/৩

    দিল্লী ক্যাপিটালস ১২১/৫ (১৬.১ ওভার)
    পান্ট ৫৩*, ধাওয়ান ১৬
    সোধি ২৬/৩, গোপাল ২১/২

    ফল: দিল্লী ক্যাপিটালস ৫ উইকেটে জয়ী।

    বিএম/রনী/রাজীব